কক্সবাজার কক্সবাজার সমুদ্র সৈকত যা বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত তা আমাদের সকলেরি জানা, কিন্তু কক্সবাজার জেলায় , সমুদ্র সৈকত ছাড়াও আর অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্খান রছেয়ে এটা আমাদের অনেকের অজানা । ত স্বাগতম আপনাকে আমার আরেকটি নতুন ভিডিও তে । আসকের ভিডিওতে আপনারা দেখেতে যাচ্ছেন কক্সবাজার জেলার মধ্যে 10 টি দর্শনীয় স্থান । ত চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক । 1….কক্সবাজার। ১৫৫ কিলোমিটার দীর্ঘ এই সৈকত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতের সামনে দাড়ালে নিজেকে অনেক ছোট মনে হলেও সাগরের বিশালতা দেখলে মনটা অনেক বড় হয়ে যায়। বিশাল এই সমুদ্রের দিকে তাকালে চোখে পড়বে পানি আর পানি । আছড়ে পড়া ঢেউ, সমুদ্রের গর্জন আর নীলআকাশ । এগুলো দেখে আপনি অবশ্যই মুগ্ধ হবেন ইকটু দূরে তাকালে চোখে পড়বে ভাসমান জেলে নৌকা, আর ভোরে সূর্যোদয় ও বিকেলে সূর্যাস্ত দেখার এ যেন এক অন্য রকম আনন্দ , অন্য রকম শিহরণ ।